
টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকদিন থেকেই ফর্মে ছিলেন না মুশফিকুর রহিম। খেলা থেকেও দূরে ছিলেন বেশ কিছুদিন। এশিয়া কাপের মধ্য দিয়ে খেলায় ফিরলেও, ফর্ম ফিরেনি এই ক্রিকেটারের। উইকেট কিপিংয়েও দীর্ঘদিন যাবৎ দেখাতে পারছিলেন না ভালো কোনো পারফরম্যান্স। এ নিয়ে সমালোচনাও হয়েছে প্রচুর। পরে এশিয়া কাপের সফর শেষে দেশে ফিরেই ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক।
গতকাল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আজ মিরপুরে টাইগারদের প্রস্তুতি দেখতে এসেছিলেন বিসিবি বস। যদিও বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি ক্রিকেটাররা। তখনই নাজমুল হাসান পাপন জানালেন, মুশফিকের অবসরে খারাপ লেগেছে তার।
আরও পড়ুন: অবসরের ঘোষণা মুশফিকের, বিসির কাছে অজানা!
মুশফিকের অবসর নিয়ে পাপন বলেন, ‘মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান, শেষদিন পর্যন্ত বলে যাচ্ছি। হয়তো একেকটা ফরম্যাটে একেক সময় টিম কম্বিনেশনের কারণে অনেক কিছু হয় না, সেটা অন্য ইস্যু।’
এরপর থেকে খেলোয়াড়রা সুযোগ করে দিলে সম্মানের সাথে তাদেরকে বিদায় জানানোর চেষ্টা করবেন বলেও জানান বিসিবি সভাপতি।
পাপন বলেন, ‘ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো পরবর্তী বিশ্বকাপে অনেককে পাবো না। এভাবে হয়তো তৈরি করতে চাচ্ছে নতুন কাউকে। সেটা এখনই বলা মুশকিল। সেক্ষেত্রে খেলোয়াড়রা নিজেরা ঘোষণা না করে যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা সম্মানের সাথে তাদের বিদায় দেওয়ার চেষ্টা করব সেটা যে ফরম্যাটেরই হোক।