ক্রিকেটখেলাধুলা

মুশফিকের বিকল্প ভাবা হচ্ছে কাকে?

নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন মুশফিকুর রহিম। পাশাপাশি উইকেটের পেছনেও দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টিমকে সহযোগিতা করে যাচ্ছেন এই ক্রিকেটার।

তবে সম্প্রতি সময়টা একদমই ভালো যাচ্ছিল না তার। দীর্ঘ বিরতির পর এশিয়া কাপ দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরে তেমন সুবিধা করতে পারেননি। যার জন্য কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাকে। শেষে ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে জানান ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আরও পড়ুন: অবসরের ঘোষণা মুশফিকের, বিসিবির অজানা!

এদিকে, মুশফিকের বিকল্প কে হবেন এই নিয়ে আলোচনা হচ্ছে তার অবসরের আগে থেকেই। আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে নুরুল হাসান সোহানের নাম। নির্বাচক হাবিবুল বাশার সুমনও সোহানকেই এগিয়ে রাখলেন মুশফিকের বদলি উইকেটকিপার ব্যাটার হিসেবে।

গত শনিবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে হাবিবুল বাশার বলেন, “মুশফিকের বিদায়ে বড়ো গ্যাপ তৈরি হয়েছে। তার অভাব পূরণ অতটা সহজ হবে না। কারণ বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশ দলে অনেক অবদান রেখে এসেছে। মুশফিক টি-টোয়েন্টি থেকে সরে গেছে, সোহান ফিরে এসেছে। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নেবে।”

এদিকে, ইনজুরির কারণে এশিয়া কাপে দলের সাথে থাকতে না পারলেও এখন মাঠে ফেরার অপেক্ষায় সোহান। গেল জিম্বাবুয়ে সিরিজে উইকেট কিপিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান সোহান। পরে আঙ্গুলে অস্ত্রোপচারের পর থেকে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে তিনি। সেই সিরিজে দুটি ম্যাচে দলের নেতৃত্বেও ছিলেন নুরুল হাসান সোহান।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।