মৃত্যু’র হুমকি দেওয়া হলো বিটিএস-এর জিমিনকে!

সামাজিক মাধ্যমে মৃত্যু’র হুমকি পেয়েছেন বিশ্বব্যাপি জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘বিটিএস’র একজন সদস্য জিমিন। একটি অ্যানোনিমাস বা বেনামি অ্যাকাউন্ট থেকে এই হুমকিটি দেওয়া হয়েছে। এতে জিমিনের জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিটিএস ভক্তরা।
অ্যানোনিমাস অ্যাকাউন্টটি থেকে একটি স্টোরি প্রকাশ করা হয়েছে নেট মাধ্যমে। যেখানে লেখা হয়েছে, ‘কনসার্টে গেলে জিমিন অথবা তার বাবাকে শারীরিকভাবে আঘা’ত করা হবে।’ সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বিটিএস ব্যান্ডেরই আরেকজন সদস্য জাংকুক জিমিনকে একদম পছন্দ করেন না, সে পছন্দ করে ভি কে। তাই জিমিনকে হত্যা করবে সে। তবে এই হুমকি দেওয়ার কিছুক্ষণ পরই অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন সেই বেনামি ব্যবহারকারী।
এই হুমকির পর বিটিএস ভক্তরা টুইটারে এরপ্রতিক্রিয়া জানাচ্ছেন। এক বিটিএস আর্মি লিখেছেন, ‘এটি আসলেই সত্য। জিমিন এবং তার পরিবারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। কী কারণে? একটি মিথ্যে কল্পনার কারণে!’
আরও পড়ুন# ছেলে ঘুমানোর পরও কেন ঘুমাতে পারেন না পরীমণি?
আরেক ভক্ত লিখেছেন, ‘ভি এবং জিমিনকে নিয়ে বেশ কয়েকটি হুমকি দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হয় তাদের একজনের যদি ক্ষতি করা হয় আরেকজন খুশি হবেন? তারা খুব ভালো বন্ধু। এধরনের মৃত্যুর হুমকি দেবেন না দয়া করে।’
১৫ অক্টোবর বুসানে পারফর্ম করার কথা বিটিএস সদস্যদের। তাই ভক্তদের দাবি হুমকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত।
সারাবিশ্বে বর্তমানে অন্যতম সঙ্গীত উন্মাদনার নাম বিটিএস। দক্ষিণ কোরিয়ান এই ছেলেদের ব্যান্ড বিটিএস এর আরেক নাম ‘ব্যাংটান বয়েজ’। ২০১০ সালে গঠন হওয়া এই ব্যান্ড দলের সদস্য হলেন মোট ৭ জন। জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জাংকুক সদস্যদের নিয়ে গঠন করা এই দলটি নিজেদের লেখা গান, নিজস্ব সুর এবং নৃত্যপরিবেশনার মধ্য দিয়ে হালের তরুণদের অন্যতম ক্রেজে পরিণত হয়েছে।