মেক্সিকোর বারে বন্দুকধারীর হামলা, ১০ জন নি’হত!

মেক্সিকোর একটি বারে ফের বন্দুকধারীর হামলায় ১০ জন নি’হত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ওই বন্দুকধারী আততায়ী। তাতেই ১০ জন নি’হত হন।
দেশটিতে বন্দুকধারীদের হামলার ঘটনা একের পর এক ঘটেই চলেছে। চলতি বছরের মে মাসে একইরকম হামলা হয়েছিল মেক্সিকোর সেলায়া শহরে। সে সময় বারে বন্দুকধারীর হামলায় ১০ জন প্রাণ হারান।
আরও পড়ুন# আবার বাবা হচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ!
গত কয়েক বছরে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের মতোই বন্দুকধারীর হামলায় বিপর্যস্ত মেক্সিকো। মে মাসের হামলার আগে মার্চে একটি হামলায় ১৯ জন নি’হত হয়েছিল।
এর আগে চলতি বছরেরই জানুয়ারি মাসে গুয়ানাজুয়াতো প্রদেশে ৬ জনকে গুলি করে হ’ত্যা করা হয়। সিলাও পুর এলাকায় চার মাসে এমন হামলা হয়েছে সব মিলিয়ে পাঁচটি।
২০০৬ সালের ডিসেম্বর থেকে মাদকবিরোধী অভিযান শুরু করে মেক্সিকোর সরকার। এরপর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার হ’ত্যাকাণ্ড ঘটেছে দেশটিতে। যা নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।