লাইফস্টাইলস্বাস্থ্য ও লাইফস্টাইল

মেয়েদের যে ৫টি গুণ দেখে বিয়ে করবেন!

বিয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম দেখায় অনেককে ভালো লাগতে পারে, কিন্তু বিয়ের মতো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। অনেক সময় নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। কারণ আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আজীবন একসাথে পথ চলতে হবে। কিন্তু, দেখা যায় অধিকাংশ পুরুষ নারীদের বাহ্যিক রূপ দেখেই বিয়েই মত দিয়ে ফেলেন। কিন্তু, বিয়ের পর দেখা যায় অনেক সমস্যা। তখন বেছে নিতে হয় বিচ্ছেদ। তাই কেবল রূপ দেখে হ্যাঁ না বলে মেয়েদের কিছু গুণ দেখে বিয়ে করা উচিত। চলুন আজকে জেনে নিই— মেয়েদের এমন ৫ টি গুণ যা দেখে বিয়ে করা উচিত!

১| বুদ্ধিমতি—

একজন পুরুষের বিয়ের ক্ষেত্রে মেয়ে বুদ্ধিমান কি না তা প্রথমেই যাচাই করা উচিত। কেন না, পরবর্তী জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হলে তখন সে বুদ্ধিমান না হলে কাটিয়ে উঠতে পারবে না। সংসারে উন্নতি হবে না। এক্ষেত্রে একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা বললেই অনুমান করা যায় সে আদতে বুদ্ধিমান কিনা। যদি আপনি নিজে বুদ্ধিমান হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাই বিয়ে করার ক্ষেত্রে দেখুন, আপনার পছন্দের নারীটি বুদ্ধিমান কিনা!

২| ধৈর্যশীল—

ধৈর্যশীল ব্যক্তিরা খুব সহজে সকল সমস্যা সমাধান করতে পারে এবং জীবনে টিকে থাকতে ধৈর্যের বিকল্প নেই। তাই বিয়ে করার ক্ষেত্রে এমন মেয়েকে বিয়ে করা উচিত যে অত্যন্ত ধৈর্যশীল। আপনি যদি একজন অধৈর্যশীল মেয়েকে বিয়ে করেন, তাহলে সম্পর্ক বেশিদিন স্থায়ী হবে না। কারণ, সম্পর্কে চড়াই-উতরাই থাকবে, আর সেই চড়াই-উতরাই সময়টাতে অধৈর্য হয়ে গেলে তখন আর সম্পর্ক থাকবে না। নানা সমস্যা দেখা দেবে।

আরও পড়ুন# জন্মের সময় হাসপাতালে অদলবদল, বড়ো হয়ে তারাই হলো জীবনসঙ্গী!

৩| শিক্ষিত—

শিক্ষিত বলতে অনেকেই বুঝে নামি-দামি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে উচ্চ সার্টিফিকেটধারী। আদতে কিন্তু তা নয়। শিক্ষিত তাকেই বলা যায়, যে সার্টিফিকেটের পাশাপাশি আচরণেও শিক্ষিত। আপনি আপনার পছন্দের নারীকে লক্ষ্য করুন, দেখুন তার ভেতর শিক্ষিতের ছাপ রয়েছে কিনা। যদি এমন কোনো নারীর দেখা পান, সুযোগ থাকলে তাকে বিয়ে করে নিতে পারেন। কারণ কথায় আছেন, একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারে।

৪| সামাজিক—

আপনি যে নারীকে বিয়ে করবেন, দেখুন তিনি কতটা সামাজিক। যে মানুষ সহজে সবার সাথে মিশতে পারে, তিনি অল্পতেই সবার মন জয় করতে পারে আর এমন নারীরা গুণবতী হয়। এছাড়াও বিয়ের পরবর্তী জীবন সুখের হয়, কারণ তারা অল্পতেই সবাইকে আপন করে নেয়। তাই সামাজিক নারীকে বিয়ে করুন।

৫| আপনাকে ভালোবাসে—

যে নারী আপনাকে সত্যিকারে ভালোবাসে তাকে কোনো কিছু না ভেবেই বিয়ে করা উচিত। কারণ আপনাকে ভালোবাসলে অন্য সব গুণবলী এমনিতেই নারীর মধ্যে চলে আসবে। আর সে আপনাকে সব সময় প্রাধান্য দেবে। তাই আপনাকে ভালোবাসে এমন নারীকে বিয়ে করুন।

যাই হোক, আজকের মতো এখানেই। আশাকরি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। যদি আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরও আর্টিকেল পেতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।