মেয়ে সন্তান চান মাহি, ঠিক করেছেন অনাগত সন্তানের নামও!

মেয়ে সন্তান চান মাহি, ঠিক করে ফেলেছেন অনাগত সন্তানের নামও। ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অন্তঃসত্ত্বা হয়েছেন। এই খবর ইতোমধ্যেই সবাইকে অবগত করেছেন তিনি নিজেই। এবার মাহি সবাইকে জানালেন তার অনাগত সন্তানের নাম কী রাখা হবে। সন্তান ছেলে হবে নাকি মেয়ে সেটা তিনি নিজেও এখনো জানেন না। তবে জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে মেয়ে সন্তানের মা হতে বেশি ইচ্ছুক। মেয়ে হলে নাম কি রাখা হবে সেটা ইতোমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন বলে জানালেন এই অভিনেত্রী। আর ছেলে হলে কি নাম রাখবেন তা নাকি এখনো ভাবেন নি তিনি।
রাজধানীর এফডিসিতে শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন উত্তরই দেন মাহি, জানান, ‘আমার মেয়ে হলে তার নাম রাখব ঠিক করেছি ফারিশতা। আর ছেলে হলে কি নাম রাখব এখনো ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!’
আরও পড়ুন# হিরো আলমকে আশীর্বাদ করলেন অমিত হাসান, একসঙ্গে খেলেন খাবারও!
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি মা হতে যাচ্ছি এটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা আনন্দের সংবাদ কেন লুকিয়ে রাখি সবার থেকে তা আমি জানি না। আমার কাছে মনে হয়, এত বড় সুসংবাদ লুকিয়ে রেখে কি হবে! তবে আমাত বাসার সবাই বলেছিলো সঠিক সময় আসা অব্ধি অপেক্ষা করতে। কিন্তু আমার কাছে মনে হয়, এটা লুকিয়ে না রেখে বরং সবাইকে জানিয়ে দেই।’
মা হও প্রসঙ্গতে মাহিয়া মাহি বলেন, ‘মা হতে যাওয়ার অনুভূতির কথা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। এটাই আমার প্রথম তো! তাই আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, ভালো একটা কিছুই হতে যাচ্ছে।’
জানা যায়, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট আছে। যা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিবের রেস্তরাঁ। চলতি বছরের রমজান মাসের প্রথম দিন এটি চালু করেন তারা। এবার সেই ‘ফারিশতা’র নামেই মেয়ের নাম ঠিক করলেন মাহি।
উল্লেখ্য, মাহিয়া মাহি তার প্রথম স্বামী অপুর সঙ্গে সংসার ভাঙার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহিয়া মাহি।