
শখের মোবাইল হারিয়ে গেলে কেমন লাগে তা কেবল যিনি ফোন হারিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন। তেমনই ফোন হারিয়ে অঝোরে কাঁদছিলেন খাদিজা খানম। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগ থেকে চুরি যায় তার ফোনটি। আর তা উদ্ধার করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের শিক্ষার্থী জোয়ানা হিমেল।
জোয়ানা পবিপ্রবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি।
ছাত্রলীগ নেত্রী রেজোয়ানা হিমেল বলেন, ছাত্রী হলের কয়েকজন মেয়ে অসুস্থ তাদের নিয়ে হাসপাতালের ওয়ার্ডে আমি অবস্থান করছিলাম। এ সময় এক নারী ডাকাডাকি ও কান্না করছিলেন, আর বলছিলেন তার মোবাইল ফোন চুরি হয়ে গেছে। পরে আমি হাসপাতালের ওয়ার্ডের সব দরজা বন্ধ করে দেই। তারপর যার মোবাইল ফোন হারিয়ে গেছে তার কাছে জানতে চাই যে আপনার ফোন নাম্বার দেন আমি কল করে দেখছি। তারপর ফোন নম্বর নিয়ে টেকনিক অবলম্বন করে হাতেনাতে সবার সামনে চোরকে ধরে ফেলি। পরে ৯৯৯ কল করে নিকটস্থ থানার নম্বর চাই এবং পুলিশের সহায়তায় চোরকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি।
আরও পড়ুন# কুষ্টিয়ায় ছাত্রলীগ নেত্রীকে ছাত্রলীগ নেতার কুপ্রস্তাব!
ভুক্তভোগী নারী খাদিজা খানম বলেন, আমার মোবাইল ফোনটি যখন চুরি হয়ে যায় আমি কান্না করতেছিলাম। মোবাইল হারিয়ে কী করব বুঝতে পারছিলাম না। এ সময় ওই মেয়েটি এসে আমার মোবাইল ফোনটি উদ্ধার করে দেয়। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
বরিশাল কোতোয়ালি থানার এসআই সোহেল রানা বলেন, ছাত্রলীগ নেত্রী মোবাইল চুরির ঘটনায় চোরকে হাতেনাতে ধরে আমাদের হাতে তুলে দেন। সকালে আমি ওই নারীকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।