
রবিবার (০৩ জুলাই) থেকে অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনলাইন পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের ২য় সেমিস্টার ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হবে চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন# সশরীরে ক্লাস নেওয়া বন্ধ করল বুয়েট!
শনিবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন# শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু ৩ জুলাই থেকে
আসন্ন ইদ উল আজহার ছুটিকে সামনে রেখে এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাস্টার্স ও পিএইচডি কোর্সের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।
আরও পড়ুন# আবুল মনসুর আহমেদ, জীবনী ও সাহিত্য ভাবনা
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।