
গোলাম নওশের প্রিন্স, খুব বেশি পরিচিত নাম না। তবে নিবিড়ভাবে যারা ক্রিকেটের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই চিনবেন তাকে। বাংলাদেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি নওশেরের। দেশের হয়ে মাত্র ৯টি ওয়ানডে খেলা এ ক্রিকেটার পরে হয়েছিলেন বোর্ডের নির্বাচক কমিটির সদস্য। তাকেই এবার নিয়োগ দিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। যুক্তরাষ্ট্র ক্রিকেট কতৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে নওশেরকে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ক্রিকেট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ইউএসএ ক্রিকেট আপনাকে সদস্য হিসেবে নিয়োগ দিয়ে আনন্দিত। আশা করছি, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।’
আরও পড়ুন: দলে ফিরলেন ওয়ার্নার, স্টার্কসহ চারজন!
৫৭ বছর বয়সী নওশের সেই বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুকে শেয়ার করে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ওপর বিশ্বাস রাখায় ইউএসএ ক্রিকেটকে ধন্যবাদ। নিয়োগ পাওয়ায় আমি সত্যিই খুশি। আমি আপনাদের হতাশ করবো না।’
নওশের আরও লিখেন, ‘এখানকার ক্রিকেটে উন্নতি আনতে এবং সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে নেওয়ার কাজ শুরু করতে মুখিয়ে আছি। যারা আমাকে সমর্থন দিয়ে গেছেন, বিশেষ করে গত দুই বছরে, তাদের সবাইকে ধন্যবাদ।’
বাংলাদেশের হয়ে নওশেরের অভিষেক হয়েছিল ১৯৮৬ সালে। এই মিডিয়াম পেসার লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মোট ১২টি।