খেলাধুলাফুটবল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে!

দেশের ফুটবলের হালচাল ভালো নেই বহুদিন। ইদানীং বয়সভিত্তিক দলে কিছুটা সুবাতাস বইলেও, ভালো চলছে না মূলধারার ফুটবল। রয়েছে কাঠামোগত নানা সমস্যা। সেজন্য কাঙ্ক্ষিত উন্নতিও হচ্ছে না বাংলাদেশের ফুটবলের।

এসব সমস্যার সমাধানের লক্ষ্যে জাতীয় দল ব্যবস্থাপনা, অ্যাকাডেমি নির্মাণসহ ফুটবল ডেভেলপমেন্ট প্রোজেক্টের আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৪৫০ কোটি টাকার বাজেট চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন

প্রাথমিকভাবে এই বাজেট অনুমোদন দেওয়া হলেও সংশোধিত হওয়ার পর ডিপিপিতে আসছে পরিবর্তন। দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় বাজেট কিছুটা কমানোর প্রস্তাব এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে।

বাৎসরিক প্রায় ৯০ কোটি টাকার বরাদ্দ চাওয়া পাঁচ বছরের এই প্রকল্পে তাই কমে যাচ্ছে অর্থের পরিমাণ। অবশ্য পুরো বাজেটের তুলনায় তা খুব বেশি না। সব মিলিয়ে কমতে পারে ৫-৭ কোটি টাকা। তবে কার্যতালিকায় মূল বিষয়গুলো ঠিক রেখেই সংশোধন করা হয়েছে এই প্রকল্প।

আরও পড়ুন: শ্রীলঙ্কার পর মালদ্বীপকেও ৫-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা!

বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘৫-৭ কোটি টাকা কমছে টোটাল সাড়ে ৪০০ কোটি টাকা থেকে। ব্যয়ের ব্যাপারে সরকারের যে নির্দেশনা রয়েছে সেগুলোকে কীভাবে কমানো যায়, মিনিমাইজ করা যায়, সে আলোকেই কিছু কিছু জায়গায় বদল করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে, খুব শিগগির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে জনবল কাঠামোর অনুমোদনের জন্য। সেটা অনুমোদনের পর খুব অল্প সময়ের মধ্যেই হয়তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা অফিসিয়ালি পরবর্তী পদক্ষেপের জন্য ফরোয়ার্ড করা হবে।’

বাফুফে প্রস্তাবিত ৪৫০ কোটি টাকার এই বড়সড় প্রকল্পে জাতীয় দল ছাড়াও বিশেষ গুরুত্ব পেয়েছে অ্যাকাডেমি নির্মাণ। সে লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শেষ হয়েছে এরই মধ্যে। ফুটবল ফেডারেশন আশা করছে তিনটি অ্যাকাডেমি তৈরি করা সম্ভব হলে আমূল বদলে যাবে দেশের ফুটবল।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।