প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে পেনড্রাইভে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ রাখবেন!

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এতদিন তাদের চ্যাট ব্যাকআপ রাখার সুযোগ ছিল না। ফলে নানা ধরনের ঝামেলায় পড়তে হতো। খুঁজে পাওয়া যেত না কয়েকমাস আগের চ্যাট। আর তাই কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ এনেছে পুরোনো চ্যাট সংরক্ষণের নতুন ফিচার।

ব্যবহারকারীরা এই ফিচারের সাহায্যে পড়তে পারবেন অনেকদিন আগের ডিসঅ্যাপেয়ার মেসেজও। তবে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এলো আরও সুবিধা। এখন হতে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকাপ রাখা যাবে পেনড্রাইভে। এছাড়াও ব্যবহারকারী চাইলে ল্যাপটপ বা ডেস্কটপেও ফোল্ডার করে রাখতে পারবেন প্রয়োজনীয় চ্যাট।

আরও পড়ুন# হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন?

এই নতুন ফিচারের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবেটাইনফোর রিপোর্টে। এই ফিচারটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণ ২.২২.২০.১০-এ। যা ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করতে চাইলে গুগল ড্রাইভ হতে নিতে হবে। এক্ষেত্রে পেনড্রাইভে, ল্যাপটপ বা কম্পিউটারে ট্রান্সপফার করে সংরক্ষণ করা যাবে ব্যাকআপ। এই ব্যাকআপে ব্যবহারকারী ফটো, ভিডিয়ো বা অন্য যে কোনো ফাইলের সাথে বার্তা বা মেসেজের ব্যাকআপ নিতে পারবেন। তবে এই সময় অবশ্যই ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।