যে কারণে দাঁড়িয়ে ছিলেন রব্বানি, সাবিনা!

ফুটবলের যেকোনো পেশাদার সংবাদ সম্মেলনে দেখা যায় সবার মাঝে বসবেন প্রধান কোচ, পাশে অধিনায়ক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেন তা উল্টো। মঞ্চ দখলে ছিল বাফুফের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের। সংগঠনের সভাপতি কাজী সালাহউদ্দিনই এদিন যেন ছিলেন সবার প্রাণকেন্দ্রে। দীর্ঘ সময় নিয়ে লম্বা বক্তৃতাও দিয়েছেন তিনি।
এদিকে এমন উৎসবের দিনেও বাফুফের আয়োজনে ছিল নানারকম কমতি। নিজেদের আঙিনায় বাড়তি কোনো আলোর ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। গত দুই দিন দেশের গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সাফ জয়ী নারী দল। কিন্তু গণমাধ্যমের সুবিধার্থে ছিল না কোনো বাড়তি ব্যবস্থা।
আরও পড়ুন: বসার জায়গা হয়নি সাফজয়ী অধিনায়ক-কোচের!
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বক্তৃতার পর সাংবাদিকরা যখন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও দলের কোচ গোলাম রব্বানি ছোটনকে প্রশ্ন করেন, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাব দাঁড়িয়ে দাঁড়িয়েই দিতে হয়েছে সাফজয়ী কোচ, অধিনায়ককে।
তবে সংবাদ সম্মেলনের শুরুতে অবশ্য বসার সুযোগ মিলেছিল সাবিনাদের। কিন্তু পরে বাফুফের কর্তা ব্যক্তিরা মঞ্চে আসায়, যাদের জন্য চেয়ার ছেয়ারে দিয়ে উঠে যেতে হয় সাবিনা, রব্বানিদের। আর তাতে বেজায় খেপেছেন সমর্থকরা। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে নেপাল থেকে ট্রফি নিয়ে ঢাকা পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে তাদের অভ্যার্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর ছাদখোলা বাসে করে প্রায় ৫ ঘণ্টার যাত্রা শেষে আসেন বাফুফেতে। সেখানে তাদের বরণ করে নেন বাফুফে সভাপতি সালাহউদ্দিন।