খবরবিনোদন জগৎ

যৌ’ন’কর্মী নিপুণ, জানালেন পতিতালয়ে থাকার অভিজ্ঞতা!

যৌ’ন’কর্মী নিপুণ আক্তার, এমনকি ছিলেন পতিতালয়েও, জানালেন পতিতালয়ে থাকার সেসব অভিজ্ঞতা। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সাইদুল ইসলাম রানার পরিচালনা করা সিনেমা ‘বীরত্ব’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। আর এই সিনেমায় ‘নিপুণ’ অভিনয়ের জন্য ছিলেন দৌলতদিয়া ঘাটের পতিতালয়েও। সেখানে তিনি পাঁচদিন থাকার পর ১৫ দিন শুটিং করেছেন বলে জানান।

গেল শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এই তথ্যগুলো জানিয়েছেন নিপুণ। তিনি আরও বলেন, ১৬ সেপ্টেম্বরে সাইদুল ইসলাম রানা পরিচালিত যে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সেখানে আমি একজন যৌ’ন’কর্মীর চরিত্রে অভিনয় করেছি।

আরও পড়ুন# প্রথমবার নানীবাড়িতে বেড়াতে গেল রাজ পরীমণির রাজ্য

নিপুণ তার অভিজ্ঞতা থেকে যৌ’ন’কর্মীদের জীবন বিষয়ে বলেন, আগে এসব যৌ’ন’কর্মীদের চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না, এখন অনেক এনজিও সংস্থা এ নিয়ে কাজ করছে। আগে এসব মায়েদের সন্তানরা স্কুলে যেতে পারতো না, এখন তাদের জন্য শিক্ষাগ্রহণের ব্যবস্থা হয়েছে। তাদের মানবেতর জীবনের ঘটনাপ্রবাহ নিয়েই মূলত সিনেমাটি।

এই সিনেমায় অভিনয় কতটা চ্যালেঞ্জিং ছিল জানতে চাইলে নিপুণ বলেন, আমরা দৌলতদিয়া ঘাটে শুটিং করেছি। করোনা মহামারীর  শেষের দিকে অক্টোবর মাসে কাজ শুরু হয় এই সিনেমার। যৌ’ন’কর্মীর চরিত্র আগে কখনো না করায় অভিনয় বেশ চ্যালেঞ্জিং ছিল। পতিতালয়ে আমাকে পাঁচদিনের জন্য রাখা হয়েছিল যেন ওদের চরিত্র আমি আয়ত্ত্ব করতে পারি। আমি যৌ’ন’কর্মীর চরিত্রে অভিনয় করলেও হিউম্যান ট্রাফিংয়ের অনেক বড়ো একটা বিষয় রয়েছে।

সমাজের এই জিনিসগুলোর বিরুদ্ধে আমি। পাঁচদিন পতিতালয়ে থাকার পর মোট ১৫ দিন সেখানে শ্যুটিং করেছি আমরা। পতিতালয়ে অবস্থান করার ব্যাপারে নিপুণ বলেন, এটা আসলে একটি অন্যরকম অভিজ্ঞতা, সিনেমাটি দেখার জন্য আপনাদের হলে আসা উচিত। আমাদের শুটের জন্য আলাদা কোনো সেট ছিল না, পুরো এলাকাতেই শুটিং করেছি।

অন্যরকম গল্প হিসেবে ‘বীরত্ব’ দর্শকদের কতটুক আকর্ষণ করবে জানতে চাইলে নিপুণ বলেন, মূল গল্প আপনারা এখনো জানেন না। গল্পে আমার একটা বাচ্চা আছে। তাকে নিয়েই মূলত কাহিনি। হলে দেখতে আসলেই আপনারা মূল কাহিনি জানতে পারবেন।

এছাড়াও ‘বীরত্ব’ সিনেমায় আরও অভিনয় করেছেন ইমন, নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু ছাড়াও অনেকে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।