জাতীয়সন্দেশ

রংপুরের কাউনিয়ায় শ্বাশুড়িকে মারধর, ভিডিয়ো ভাইরাল!

রংপুরের কাউনিয়ায় পুত্রবধূ কর্তৃক শ্বাশুড়িকে মাধরের অভি্যোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে রাস্তায় ফেলে বৃদ্ধা শাশুড়ি আয়েশা বেগমকে অমানবিক নির্যাতন করেছেন পুত্রবধূ রত্না বেগম। নির্মম নির্যাতনের এমন একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) সেলিমুর রহমান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রাম থেকে রত্না বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ভিডিওটিতে দেখা যায়, রাস্তায় মাটিতে ফেলে এক বৃদ্ধাকে মারধর করছেন এক নারী। এ সময় বৃদ্ধা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চিৎকার করলেও বেশিরভাগ মানুষ আশপাশে দাঁড়িয়ে দেখছিলেন। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। তবে অভিযুক্ত নারী কখনো হাত দিয়ে, আবার কখনো পা দিয়ে বৃদ্ধার মুখে মাথায় মারতে থাকেন। এ সময় একজন পুরুষ এসে তাদের আলাদা করার চেষ্টা করে। তবে অভিযুক্ত নারী ক্ষিপ্ত হয়ে আবারো বৃদ্ধার ওপর চড়াও হয়ে স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন।

আরও পড়ুন# গ্যাস বেলুন বিস্ফোরণে মীরাক্কেল তারকা আবু হেনা রনিসহ দগ্ধ ৫!

বালাপাড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য হায়দার আলী জানান, ভুক্তভোগী আয়েশা বেগম স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। আর ছেলে আশরাফুল ইসলাম তার স্ত্রীসহ পাশের বাড়িতে আলাদা থাকেন। আশরাফুল কয়েক দিন আগে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে গত বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজখবর চান রত্না। এ সময় অভিযুক্ত রত্না তার শাশুড়িকে বকাবকি করার একপর্যায়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। পরে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় মাটিতে ফেলে মারধর করে রত্না। এ সময় কেউ একজন ঘটনার ভিডিয়ো ধারণ করে ফেসবুকে পোস্ট দিলে ভাইরাল হয়।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার রাত ৯টার দিকে বৃদ্ধা নিজেই থানায় এসে অভিযোগ দিয়েছেন। পরে একই দিন রাতে অভিযুক্ত রত্নাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।