
পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অটোরিকশা উল্টে এক যাত্রী নি’হ’ত হয়েছেন। তার নাম সান্দ্রা চাকমা (৪৫)। আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সান্দ্রা চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে।
আরও পড়ুন# সপ্তম শ্রেণির ছাত্রী ধ’র্ষ’ণ, ধ’র্ষ’ক তরুণ গ্রেফতার!
স্থানীয়রা জানান, সান্দ্রা চাকমা অটোরিকশায় করে উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি অন্য একটি রিকশাকে জায়গা দিতে গিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যাত্রীরা অটোরিকশাটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সান্দ্রার মৃ’ত্যু হয়। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। তাদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শুনেছি অটোরিকশা সাইড দিতে গিয়ে উল্টে এক যাত্রীর মৃ’ত্যু হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।