রাজ্যের জন্য উপহার নিয়ে পরীর বাসায় গেলেন অপু বিশ্বাস!

ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত তারকা জুটি পরীমণি ও শরিফুল ইসলাম রাজ। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে রাজ্য নামের এক ফুটফুটে পুত্র সন্তান। পরী ও রাজের ‘রাজ্য’। এরপর থেকেই তারকা এই জুটির ছেলের জন্য বিনোদন জগতের অন্যান্য তারকারা শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
এবার জানা গেল, রাজ্যের জন্য সুন্দর সব উপহার নিয়ে পরীর বাসায় হাজির হয়েছেন ঢালিউডের আরেক জনপ্রিয় তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। শুধু বেড়াতে আসাই নয় , পরীমণির সন্তান পৃথিবীতে আসার দিনেও পরীর পাশে ছিলেন অপু। এই খবর জানালেন পরীমণি নিজেই।
সোমবার (২৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে পরী লেখেন, ‘এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে….। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত উপহার!’
অপুর প্রতি ভালোবাসা প্রকাশ করে পরী আরো লেখেন, ‘তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি। ’
আরও পড়ুন# এবার একদম জামাকাপড় ছাড়াই ক্যামেরার সামনে আসলেন উরফি জাভেদ!
এদিকে অপু বিশ্বাস ব্যস্ত রয়েছেন নিজের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘লাল শাড়ি’র শুটিং নিয়ে। স্ট্যাটাসটিতে পরীমণি অপুর সিনেমাটির জন্য শুভ কামনাও জানিয়েছেন।