
রাতে বাবার মৃ’ত্যুর পর কফিন রেখে সকালবেলা পরীক্ষার হলে যেতে হয়েছে মিরাজকে। গত বুধবার (২১ দেপ্টেম্বর) রাতে তার বাবা মারা যায়। এর পরদিন অর্থাৎ আজ মিরাজ গণিত পরীক্ষা দিতে গিয়েছে অশ্রুসিক্ত নয়নে। ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।
মৃত্যুর আগে মিরাজের বাবা তাকে বলেছিলেন, ‘ভালো করে পরীক্ষা দেবে। ভয় পাবে না।’
সারা রাত বাবার মরদেহের পাশে বসে থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মিরাজ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে মিরাজ জানিয়েছে, ‘পরীক্ষা ভালো হয়েছে।’
আরও পড়ুন# ভোলায় কালো রঙের ডিম পাড়লো হাঁস!
জানা যায়, মিরাজের বাবা মোতাহের হোসেন খান আখাউড়া পৌর এলাকার রাধানগরে অবস্থিত গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। বুধবার দুপুরে তিনি অসুস্থবোধ করেন। পরে বিকেলে পরিবারের লোকজনের ডাকাডাকিতে ঘুম থেকে না ওঠায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোতাহের হোসেনের আকস্মিক মৃত্যুতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে