রানির শেষকৃত্যে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত ব্রিটিশ রানির শেষকৃত্যে যোগ দিতে পারেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুতে বাংলাদেশে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে বলা হয়, শুক্র, শনি ও রবিবার দেশে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। রবিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।
এদিকে রয়টার্স ও বিবিসি সূত্রে জানা গেছে, বালমোরাল থেকে এডিনবরার পথে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ নেয়া হচ্ছে। হলুদ কফিনে চেপে পৈতৃক প্রাসাদ থেকে রানি নিলেন শেষ বিদায়। কফিনটি এক নজর দেখতে রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে।
এডিনবরায় রানির মরদেহ রাখা হবে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর তার মরদেহ আনা হবে লন্ডনে। আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে। স্কটল্যান্ডের প্রিয় বালমোরাল প্যালেসেবজীবনের শেষ কয়েকটি দিন কাটিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রিয় প্রাসাদ থেকে শেষ বিদায় নিয়েছেন রানি।
আরও পড়ুন# বিয়ে বাড়িতে হঠাৎ হাতির আগমন, এরপর যা হলো!
রবিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় বালমোরাল ক্যাসেল থেকে বের করা হয় রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। স্কটল্যান্ডে ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন এই প্রাসাদটিতে সড়ক পথে যেতে সময় লাগবে ছয় ঘণ্টা। হলিরুড থেকে রানির মরদেহ এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রালে নেওয়া হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য সেখানে রাখা হবে।
এ ব্যাপারে বাকিংহাম প্যালেস জানিয়েছে, এডিনবরা থেকে রানির মরদেহ আকাশপথে লন্ডনের বাকিংহাম প্যালেসে নেওয়া হবে। এরপর বুধবার মরদেহ নেয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগের চারদিন তার মরদেহ সেখানেই রাখা হবে। এই চার দিন সর্বসাধারণ রানির কফিন দেখার সুযোগ পাবেন। পাবেন শ্রদ্ধা জানানোর সুযোগ।
১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্যে রাজপরিবারের সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব ও বিশ্বনেতারা অংশ নেবেন। এরপর রানির কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে নিয়ে সমাহিত করা হবে।