আন্তর্জাতিকসন্দেশ

রানি এলিজাবেথ অসুস্থ, শঙ্কায় চিকিৎসকরা!

গ্রেট ব্রিটেনের রানি এলিজাবেথ অসুস্থ হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার এ খবর পাওয়ার পরই রানিকে দেখতে বালমোরাল প্রাসাদে ছুটে যেতে শুরু করেছেন তার সন্তান-সন্ততিরা। তারা কেউ কেউ এরই মধ্যে প্রাসাদে পৌঁছেছেন। আবার কেউ কেউ রয়েছেন পথে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজ (বৃহস্পতিবার) সকালে বেশকিছু পরীক্ষা শেষে রানির চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রানি বালমোরাল প্যালেসে আছেন এবং সেখানে তার কোনও অসুবিধা হচ্ছে না” বলেও জানানো হয়েছে একই বিবৃতিতে।

রানি ২য় এলিজাবেথের বয়স এখন ৯৬ বছর। এই সময়ে তার স্বাস্থ্য জটিলতা নিয়ে প্রাসাদ থেকে এমন বিবৃতি আসাটা উদ্বেগের বলেই জানিয়েছেন রাজকীয় লেখক রবার্ট হার্ডম্যান।

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিকে দেওয়া এজ সাক্ষাতকারে তিনি বলেন, প্রাসাদ থেকে সাধারণত রানির স্বাস্থ্য নিয়ে এমন বুলেটিন দেওয়া হয় না, যদি না সেটি গুরুতর হয়।

রানি কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার সময় কেবল সেটি জানানোর জন্য সর্বশেষ প্রাসাদ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

আরও পড়ুন#  দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নি’হত!

রানির স্বাস্থ্য ভাল না যাওয়ায় বুধবার একটি অনলাইন বৈঠক পিছিয়ে দেওয়া হয়। তারপরই রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের এই খবর এলো। বুধবারই চিকিৎসকরা রানির পরিপূর্ণ বিশ্রামের প্রয়োজন বলে পরামর্শ দিয়েছিলেন।

রানির শরীর ভালো নেই এমন খবর ছড়িয়ে পড়ার পর সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা লিজ ট্রাস থেকে শুরু করে যুক্তরাজ্যের আরও বেশ কয়েকজন নেতা রানির দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন।

এবছরই রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করার ৭০ বছর (প্লাটিনাম জুবিলি) পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রানি বর্তমানে গ্রীষ্মকালীন বিশ্রাম নিচ্ছেন এবং গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন।

রানির সঙ্গে দেখা করতে এরইমধ্যে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং যুবরানী ক্যামিলা স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌছেঁছেন। বড়ো নাতি প্রিন্স উইলিয়ামও রয়েছেন বাকিংহাম প্যালেসের পথে।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।