
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আজ দুপুর সোয়া একটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৫ জুলাই (সোমবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের জন্যে সি ইউনিটের ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ঠিক সাতদিনের মাথায় ফলাফল প্রকাশিত হলো। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষায় মোট ৮৯ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী অংশ নেন। সি ইউনিটে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরীক্ষায় মোট ৭৭,৬৮৪ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছেন। বাকিরা অন্যান্য বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন# চবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর অবরোধ: অচল ক্যাম্পাস
উল্লেখ্য, টানা দুই বছর বন্ধ থাকার পর ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন! এতে অনেক শিক্ষার্থীই সেকেন্ড টাইম পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন। কিছুদিনের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির।