খেলাধুলাফুটবল

রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দিলেন কেইরা ওয়েলশ!

কেইরা ওয়েলশ, পঁচিশ বছর বয়সী ইংলিশ ফুটবলার। ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য এই ফুটবলার বিশ্বসেরা মিডফিল্ডার ও প্লেমেকারদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন গত কয়েক মৌসুম থেকেই।

এবারের ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে ভিড়িয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ২০১৪ সাল থেকে টানা আট বছর ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এই ফুটবলার। এই মৌসুমে রেকর্ড ৪ লাখ ইউরো ট্রান্সফার ফিতে তাকে নিজেদের ক্লাবে আনার জন্য ম্যানচেস্টার সিটির সাথে একটি চুক্তিতে সম্মত হয়েছে বার্সেলোনা ফেমিনি। কেইরার সাথে হওয়া বার্সার চুক্তি মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত। অর্থাৎ তিন মৌসুমের জন্য তাকে দলে ভিড়িয়েছে কাতালনরা।

আরও পড়ুন: লেওয়ানডস্কির হ্যাটট্রিকে বার্সেলানার বড় জয়!

কেইরা বর্তমানে তার দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলছেন, আন্তর্জাতিক বিরতি শেষ হলেই নতুন সতীর্থদের সাথে যোগ দিতে বার্সেলোনায় আসবেন তিনি।

২৫ বছর বয়সী এই মিডফিল্ডার কিছুদিন আগে শেষ হওয়া ইউরোতেও দারুণ খেলেছেন। জার্মানির বিপক্ষে ফাইনাল ম্যাচে বেস্ট প্লেয়ার অব ফাইনালও হয়েছিলেন তিনি।

আট বছরের ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারে চারটি লিগ কাপ সহ সাতটি মেজর ট্রফি জিতেছেন। পাশাপাশি বেশ কয়েকবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।