
অনুলিপি ডেস্ক: টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার মিশন টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ রাত ১১ টায় মাঠে নামছে বাংলাদেশ।
এই সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসানের সামনে হাতছানি দিচ্ছে অনন্য এক রেকর্ড। প্রথম বাংলাদেশি হিসেবে এই নজির গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন সাকিব। আর মাত্র ৯২ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।
৯৬টি টি-টোয়েন্টি খেলা সাকিবের বর্তমান রান ১৯০৮।
এখন পর্যন্ত ২ হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি ব্যাটার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ২০০২ রান।
এই তালিকায় সাকিবের পরেই অবস্থান করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
৭৮ ম্যাচে একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১৭৫৮ রান। দীর্ঘসময় ধরে কুড়ি ওভারের ফরম্যাট থেকে বাইরে রয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২ জুলাই। দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুলাই। এ দুটি ম্যাচ হবে ডমিনিকাতে।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৭ জুলাই। ম্যাচটি হবে গায়ানাতে।