জাতীয়সন্দেশ

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ নেতা গ্রেফতার!

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম রুবেল মিয়া। রুবেল রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

রুবেল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউদেরখিল গ্রামের শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় পাঁচটি ফৌজদারি মামলা বিচারাধীন।

আরও পড়ুন# ওসি স্বামীর ঘুষের টাকায় কোটিপতি হলেন স্ত্রী!

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার রামগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফের নির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ পুলিশ রুবেলকে গ্রেফতার করে।

রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত বলেন, রুবেল কলেজ ছাত্রলীগের কেউ নয়। একটি চক্র আমাদের কমিটিতে তার নাম যুক্ত করে ফেসবুকে প্রচারণা করেছিল। আদতে রুবেলের কোনো পদ নেই। রুবেল একটি চোর চক্রের সদস্য। এর আগেও সে কুমিল্লায় পুলিশের হাতে ধরা পড়েছে। তখনও তার কারণে আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানিয়েছেন, রুবেল আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি মামলা রয়েছে। চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।