স্বাস্থ্যস্বাস্থ্য ও লাইফস্টাইল

করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ল!

গত ২৪ ঘণ্টায় দেশে টানা চতুর্থ দিনের মতো ৬০০ এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল অবধি ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং ৬৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়। তবে সর্বশেষ গত ২১ জুলাই একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিলা, যা প্রায় ৮৮৪ জন।

আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ, যা গত ২৪ ঘণ্টায় কিছুটা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশ।
দেশে এই নতুন শনাক্ত রোগীদের নিয়ে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২০ হাজার ১৪৮ জন এবং মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৪৬ জন।

তাছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনা হতে সুস্থ হয়ে ওঠেছেম ৩৩৯ জন এবং এখন অবধি মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন। নতুন কোভিড রোগীদের মধ্যে ৫২৬ জনই ঢাকার বাসিন্দা এবং গত একদিনে দেশের ৪১ জেলায়ই নতুন রোগী পাওয়া গেছে।

আর যিনি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন, তার বয়স ছিল ৬০ বছরের বেশি এবং তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।