লালরঙা বিকিনি পরে জন্মদিন উদযাপন সালমা হায়েকের!

নিজের জন্মদিনে লালরঙা বিকিনি পরে নেচে উদযাপন করলেন সালমা হায়েক। তাকে দেখে আদতেই মনে হচ্ছে বয়স আসলে একটি সংখ্যা মাত্র। আর সেটিই যেন আরেকবার প্রমাণ করলেন ৫৬ বছর বয়সী লাস্যময়ী সালমা হায়েক। নিজের জন্মদিনের গানের সঙ্গে আগুন লালরঙা বিকিনি পরে নেচে ৫৬ তম জন্মবার্ষিকীকে বরন করে নিলেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তার ৫৬ তম জন্মদিন উদযাপনের একটি ভিডিও আপলোড করেন তিনি তার ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে। মাত্র ৭ সেকেন্ডের ওই ভিডিওতে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন# গাজী মাজহারুল আনোয়ারের কবর বনানী কবরস্থানে
৫৬ তম জন্মদিনে আপলোড করা ভিডিও বা ছবি দেখে বোঝার অবকাশই নেই লাস্যময়ী এই অভিনেত্রী ৫০ বছরের গন্ডি পার হয়েছেন আরও আগেই। তিনি যেন তার বয়সকে জয় করে চলেছেন।
জন্মদিনে তিনি সমুদ্র ঘুরতে বের হয়েছিলেন জলযানে করে। চোখে ছিল রোদ চশমা। বেশ উচ্ছসিত আমেজেই দেখা গিয়েছে তাকে। লাল বিকিনি পরে এক হাতে মোবাইল এবং অন্য হাতে টুপি নিয়ে আনন্দে নাচতে দেখা যায় তাকে।
নেট দুনিয়ায় তার এই উদযাপনের ভিডিও এখন শোরগোল তুলছে তার ভক্ত আর অনুরাগীদের মাঝে। ভাইরাল হচ্ছে তুমুল গতিতে।