‘লাল সিংহ চাড্ডা’র জন্য কেন অর্থ নেননি আমির?

লাল সিংহ চাড্ডার জন্য এক টাকাও পারিশ্রমিক নিলেন না আমির। আর এই নিয়েই চলছে সমালোচনা। সদ্যই মুক্তি পেয়েছে আমিরের এই নতুন সিনেমাটি। আর মুক্তির পর থেকেই সিনেমাটি রয়েছে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। কারও ধর্মীয় ভাবানুভূতিতে আঘাত লেগেছে। আবার কারও কাছে সিনেমায় আমিরের লুক পছন্দ হয়নি। এত আলোচনা সমালোচনার জন্ম দেওয়া এই সিনেমাটি বক্স অফিসেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। আর সেজন্যই নাকি লাল সিংহ চাড্ডা সিনেমা থেকে আমির খান এক টাকাও পারিশ্রমিক নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন# ৬৪ বছরে অবসর নেওয়া যৌনকর্মীর ‘সন্তুষ্ট গ্রাহকের’ তালিকায় আমেরিকার চার প্রেসিডেন্ট!
জানা যায়, সিনেমাটি নির্মাণ করতে প্রায় ১৮০ কোটি টাকা খরচ হয়েছে। সেই অনুযায়ী সিনেমাটি আয় করতে পারেনি। মাত্র ৬০ কোটি টাকা এসেছে সিনেমা থেকে।
তাই এই পরিস্থিতিতে আমির যদি নিজের পারিশ্রমিক দাবি করেন তবে প্রযোজকের প্রায় ১০০ কোটি টাকার লোকসান হবে। আর তাই প্রযোজকের লোকসান তুলনামূলক কম করতেই নাকি নিজের পারিশ্রমিক নেবেন না আমির। বলিপাড়ার গুঞ্জন থেকে এমনটাই জানা গিয়েছে।
প্রায় চার বছর সময় ব্যয় করে এই সিনেমাটি তৈরি করেছিলেন কিন্তু সেই সিনেমা থেকে কানাকড়িও নেননি আমির খান। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে ১০০ কোটি টাকা লোকসানের উর্দ্ধে আমিরের এই পরিশ্রম।