
লিটারে ১৪ টাকা হ্রাস পেয়ে সয়াবিন তেলের দাম এখন ১৮৫ টাকা। আজ রোববার পর্যন্ত বাজারে এই দাম ছিল ১৯৯ টাকা। নির্ধারিত নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯১০ টাকা। ভোজ্য তেলের এই নতুন দাম আগামীকাল (সোমবার) থেকে সারাদেশে কার্যকর হবে।
এছাড়া পামতেলের দামও ছয় টাকা কমানো হয়েছে। পামতেলের বর্তমান দাম ১৫৪ টাকা থেকে সেটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৪৮ টাকা।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এর বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। মূলত বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম হ্রাস পাওয়ার কারণেই দেশের বাজারেও দাম কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববাজারে এই দর পতন অব্যাহত থাকলে আগামীতে এভাবে দেশের বাজারে আরও মূল্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।
#আরও পড়ুন: ৫০ টাকার ভাড়া ২০০ টাকা!