লিফটে আটকে সব অপকর্ম স্বীকার করলেন মিশা সওদাগর!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিশা সওদাগর তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
যে ভিডিয়োতে দেখা যায়, মিশা লিফটে আটকে পড়েছেন। আর আটকে পড়ে মিশা নিজের সব অপকর্মের কথা স্বীকার করলেন। তিনি নিজেকে খারাপ মানুষ, দুর্নীতিবাজ মানুষ হিসেবে বর্ণনা করছেন। তবে এর আসল কারণ হলো, তার শেয়ার করা ওই ভিডিয়োটি তারই অভিনীত একটি ওয়েব সিরিজের।
জানা যায়, মিশা সওদাগরেএ এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করছেন। আর তার অভিনীত এই সিরিজটির নাম ‘যদি আমি বেঁচে ফিরি’। যেটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ২৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। আর এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তানিম পারভেজ।
এই বিষয়ে মিশা সওদাগর বলেন, ‘আমি বাস্তবেই লিফট ভয় পাই। যতটা সম্ভব এড়িয়ে চলি। অথচ গল্পের প্রয়োজনে সেই লিফটেই আটকা পড়তে হয়। আটকে থাকা অবস্থায় ভীষণ ভয় পাই। সব মিলিয়ে এই কাজটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখানকার সিনেমার গল্প একটা নির্দিষ্ট ছকে তৈরি হয়। অনেকের চেষ্টায় একটি কাজ হয়। সিনেমা মুক্তির সময় অনেক বাধাও পেতে হয়। ওটিটি প্ল্যাটফর্মে এইসবের কিছুই থাকে না। এখানে অভিনেতা নিজেকে প্রমাণের জন্য সবধরনের সুযোগ পায়।’