আন্তর্জাতিকসন্দেশ

শক্তিশালী ভূমিকম্পে চীনে নি’হত সাতজন!

চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত নি’হত হয়েছে সাতজন। সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন হতে জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশের অনেকগুলো শহরে ভূমিকম্পের ফলে সৃষ্ট হওয়া পাহাড় ধসের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। বেশকিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এমনকি বেশ কিছু এলাকায় বন্ধ রয়েছে টেলিযোগাযোগ লাইন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে, এই ভূমিকম্পটির উৎপত্তি হয় সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এছাড়া সেখানকার স্থানীয় বাসিন্দারা বলেন,‘সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংয়েও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।’

আরও পড়ুন# ইরানে মৃত্যুদণ্ড দিলো দুই সমকামীকে!

এই বিষয়ে চেংডুর আরও এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশীও জানিয়েছেন যে, তারাও ভূমিকম্পের সময় কম্পন টের পেয়েছেন।’

অন্যদিকে, এই ভূমিকম্পের পর পরই চীনের সরকার ৫ শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং সিজিটিএন হতে জানা যায়, ভূমিকম্পের পর কাছাকাছি বেশ কয়েকটি এলাকায় আফটার শক অনুভূত হয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।