
জমি নিয়ে বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে আজিজ ওরফে মতু মুন্সি (৩০) নামের এক ব্যক্তিকে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) নড়িয়া উপজেলা মোক্তারেরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের করিম মুন্সির ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে ১২ থেকে ১৪ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে আজিজ মতুর ওপর হামলা চালায়।
আরও পড়ুন# বাবুল আখতার ও সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে পিবিআই প্রধানের মামলা!
এ সময় আজিজ (মতুর) মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে মারা যান তিনি।
নড়িয়া থানার তদন্তকারী কর্মকর্তা আবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে নি’হতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে মামলা হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।