জাতীয়সন্দেশ

স্বামী-শ্বশুরের অত্যাচারের বর্ণনা দেওয়ার পর গৃহবধুর মৃ’ত্যু!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাসিমা খাতুন (২৬) নামে এক গৃহবধুকে হ’ত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চকঝুরঝুরি গ্রামের পুকুর পাড় থেকে ওই গৃহবধূর লা’শ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী সুমন আলী পলাতক। চকঝুরঝুরি গ্রামের সরোয়ারের ছেলে সুমন।

আরও পড়ুন# নীলফামারীতে এক যুবকের ঝুলন্ত লা’শ উদ্ধার!

স্থানীয়রা জানান, সুমনসহ পরিবারের লোকজন নাসিমাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শুক্রবার রাতে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন সুমন। পরে জোর করে গ্যাস ট্যাবলেট (পোকা মারার ওষুধ) খাইয়ে পুকুর পাড়ে ফেলে আসেন নাসিমার স্বামী ও শ্বশুর। এ সময় নাসিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনার বর্ণনা দেন নাসিমা। এর কিছুক্ষণ পরই তার মৃ’ত্যু হয়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃ’ত্যুর আগে নাসিমা উপস্থিত লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন এবং গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়টি জানিয়ে গেছেন। তার জবানবন্দির ভিডিও আছে। জিজ্ঞাসাবাদের জন্য নাসিমার শ্বশুর ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বামী সুমন ঘটনার পর থেকে পলাতক আছেন।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।