শাকিব খানের প্রস্তাব ফিরিয়ে দিইনি, দিয়েছি প্রযোজকের: অধরা

শাকিব খানের সাথে একসাথে কাজ করার সুযোগকে গোল্ডেন অপরচুনিটি হিসেবেই মনে করেন অভিনেত্রী অধরা খান। বলছেন, ‘শাকিব খানের সাথে একসাথে কাজ করার সুযোগ তো কোনো বোকাও হাতছাড়া করবে না, আর আমি তো কেবল ক্যারিয়ার শুরু করছি। যেই খবরটি ছড়ানো হয়েছে তা ভুয়া। আমি কখনও বলিনি যে আমি শাকিব খানের সাথে সিনেমা করব না। উনার সাথে সিনেমা কেন না করব? আমি না করেছি প্রযোজককে।’
বর্তমানে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আছেন অধরা খান। সেখান থেকেই ফোনকলে অধরার দাবি, তার নাম ব্যবহার করে প্রযোজক তার সম্মানহানির চেষ্টা করছেন।
আরও পড়ুন# ভবিষ্যতে শাকিবের সন্তানরা কী ধারণা নেবে সে কথাও তার ভাবা উচিৎ ছিল: অমিত হাসান
সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া খবরের সূত্র ধরে গুজব ছড়ানো হয়, শাকিব খানের সাথে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অধরা। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। কিন্তু যোগাযোগ করা হলে অধরা বলেম ‘বিষয়টি আসলে যেভাবে ছড়ানো হচ্ছে তেমন নয়। যে প্রযোজক’কে আমি না করেছি তিনি আমার চলমান ছবির প্রযোজক। ‘উন্মাদ’ সিনেমাটি প্রযোজনা করেছেন উনি। গত এক বা দেড় বছর ধরে উনি চেষ্টা করছেন শাকিব ভাইকে নিয়ে কাজ করার। এ ব্যাপারে তিনি আমাকেও সেভাবেই টেক্সট করেছেন। আমি জানি আসলে উনার দ্বারা অসম্ভব। তাই আমি তার টেক্সটের উত্তর দিইনি।’
অধরা প্রযোজকের দাবি মিথ্যা বলে বলেন, ‘আমি শাকিব খানের সাথে সিনেমা করব না, এ রকম কথা কোথাও বলিনি। শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক। তার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। সেখানে আমি কীভাবে তার মতো একজন অভিনেতা নাকচ করব? এটা তো ধৃষ্টতা। এটাকে প্রযোজক কাজে লাগিয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।’
বাংলাদেশে তিনটি ছবি মুক্তি পেয়েছে অধরার— ‘নায়ক’, ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’। মুক্তির অপেক্ষায় আছে ‘বর্ডার’।