খবরবিনোদন জগৎ

শাকিব বাবার দরবারে কেউ খালি হাতে ফেরে না: সিদ্দিক

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে এলে দেশজুড়ে হইচই পড়ে যায়। এরই মধ্যে অপু-বুবলী ছাড়াও হালের উঠতি নায়িকা পূজা চেরির সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এবার শাকিব খানকে নিয়ে বোমা ফাটালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান একটি সংবাদ মাধ্যমে বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একমাত্র নায়ক শাকিব খান। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য শাকিব একটা ফ্যাক্ট। আর এজন্য শাকিব বাবার কাছে অনেকেই ফুঁ নিতে যান। ‘বাবার দরবার’ বলছি কারণ অনেকে আবার পীরের ওপর বিশ্বাস করে। পীরের কাছে ফুঁ নিতে যায়। শাকিব বাবার কাছেও সেভাবেউ অনেকে যায়। আর শাকিব বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে।’

আরও পড়ুন# সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন বুবলী!

শাকিব খান বাংলাদেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন একমাত্র হিরো উল্লেখ করে সিদ্দিকুর আরও বলেন, ‘মানে বলতে চাচ্ছি সে বাংলাদেশের সার্বভৌমত্বকে বহন করে। বাংলাদেশের পতাকাকে সে বহন করছে, এটা অস্বীকার করার কিছু নেই। তার বিকল্প গত দশ বছরেও কেউ ছিল না। মান্না ভাই মারা যাওয়ার পর থেকে শাকিব ভাই একাই বাংলা সিনেমাকে একটা ভালো জায়গায় টেনে নিয়ে গেছে। শাকিবের কাছে যদি কেউ না যায় তাহলে তো সে কারও কাছে নিজেই ফুঁ দিতে যাবে না। অতএব ফুঁয়ের আশায় যদি কেউ তার কাছে যায় সে ভুল করেছে।’

হঠাৎ শাকিব খানকে নিয়ে কেন মন্তব্য করার কারন জানতে চাইলে জবাবে এই অভিনেতা বলেন, ‘শাকিব খান মিডিয়ার বাইরের কেউ নন, আর সিদ্দিকুর রহমানও মিডিয়ার বাইরের নন। মিডিয়ার দুর্নাম বা সুনাম হলে সেটা আমারও!’

পূজা-দীঘিকে নিয়েও এ সময় সিদ্দিকুর রহমান কথা বলেন। জানান ‘পূজা, দীঘি ওরা তো আমার বেবি সমতুল্য। পূজা আমার সঙ্গে কাজ করেছে। দীঘি আমার কোলে বসে একটি অনুষ্ঠান দেখেছে। ওই জায়গা থেকেই দুঃখ লাগে। আমার বেবিকে নিয়ে যখন গুঞ্জন ওঠে, আর তা যদি হয় শাকিব খানের সঙ্গে! মানে শাকিব তো আমাদের বন্ধু ও আমার বয়সের, তাকে ‘চাচ্চু’ ডেকেছে, তার সঙ্গে যদি প্রেম হয়ে থাকে সেটা দুখঃজনক।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।