শাবনূরকেও নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব খান!

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের আগে থেকেই চিত্রনায়িকা বুবলীর সাথে তার নাম জড়িয়ে নানা কথাই ভেসে বেড়াচ্ছিলো সে সময় বাতাসে। তাদের বিয়ে ও সন্তানের গুজবও ছড়িয়েছে বারবার।
তবে সেগুলো এতদিন গুজব হিসেবেই আলোচনায় ছিল। কিন্তু অবশেষে সম্প্রতি নিজের মা হওয়ার খবর সামাজিক মাধ্যমে স্বীকার করেন নায়িকা বুবলী। এরপর শাকিব স্বীকার করে নিয়েছেন বুবলীর সঙ্গে বিয়ে ও শেহজাদ খান বীর তারই ছেলে।
তারপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন শাকিব খান। গুজবগুলো যেন এতদিন পর সত্য হয়েই ধরা দিলো। সাথে পূজা চেরিকে নিয়ে গুঞ্জন তো আছেই। কিন্তু এরই মধ্যে ধরা দিলো শাকিবের পুরোনো আরেকটি বিষয়।
জানা গেছে, শাবনূরকে ২০১১ সালে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব। সেই সময়ে দেশের জনপ্রিয় সংবাদপত্রগুলোতেও এই প্রসঙ্গটি নিয়ে কথা বলেছিলেন ঢালিউডের এই দুই তারকা। তবে শাবনূরকে বিয়ের প্রস্তাবের কথাটি সরাসরি স্বীকার করেননি।
আরও পড়ুন# এবারের কাতার বিশ্বকাপ মাতাতে আসছেন নোরা ফাতেহী!
২০১১ সালে প্রকাশিত সাক্ষাৎকারটির একটি অংশ পাঠকের সামনে তুলে ধরা হলো-
শাকিব খান নাকি আপনাকে বিয়ে করতে চেয়েছিলেন?
শাবনূর: কে বললো আপনাকে এ কথা?
আপনি যখন অস্ট্রেলিয়ায় ছিলেন, তখন দু-একটি খবরের কাগজে লেখা হয় এমন খবর-
শাবনূর: ও আচ্ছা। না থাক এই প্রসঙ্গ। আমি কোনো মন্তব্য করছি না। আমি শাবনূর, এটাই আমার বড়ো পরিচয়। এরপর কে, কী করল, সেগুলো দেখার সময় নেই।
আপনি কি নিজেকে জনপ্রিয় মনে করেন?
শাবনূর: অবশ্যই। এর বড়ো প্রমাণ হচ্ছে ১০ বার মেরিল-প্রথম আলো তারকা জরিপে পুরস্কার অর্জন।
বর্তমান সময়ে আপনার অবস্থান কোথায়?
শাবনূর: আমার বৃহস্পতি তো তুঙ্গে!
আপনার পরে কে?
শাবনূর: এখনো দেখি না।
তাহলে এ শিল্পের কী হবে?
শাবনূর: আবার এহতেশাম দাদুকে লাগবে, নতুনদের নিয়ে আসবে। কিন্তু তিনি তো নেই। তবে তার শিষ্য হিসেবে আমি আছি। সামনে ছবি বানাব। সেখানে নতুন ছেলেমেয়েদের নিয়ে আসব।