শাহরুখ খানের ছেলে আরিয়ান নাইটক্লাবে!

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার বিরুদ্ধে মাদক মামলা নিয়ে অনেকদিন ঝামেলা চলেছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান এবার নাইটক্লাবে! আর সেই ভিডিয়োটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যায়, আরিয়ান কালো টি-শার্ট ও মাস্ক পরা অবস্থায় ছিলেন। সে বারের পাশে দাড়িয়ে পানীয়তে চুমুক দেন। আর তার সাথে ছিল কিছু বন্ধু-বান্ধব।
গতবছর মাদক মামলায় আটক করা হয় শাহরুখ পুত্রকে। এরপর আরিয়ান প্রকাশ্যে আসেননি। তারপর অনেক জলঘোলা হওয়ার পর, বিতর্কের মুখে পুলিশ শাহরুখ পুত্রের নাম প্রত্যাহার করেন।
শাহরুখ খানের কন্যা সোহানার সিনেমা শুটিংয়ে গিয়েছিলেন আরিয়ান। তিনি আর্চিস সিনেমায় কাজ করছেন। মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অকশনে সোহানা ও আরিয়ান কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধি হিসেবে ছিলেন।
সম্প্রতি শাহরুখ খান খুবই আলোচনায় আছেন। তার তিনটি সিনেমার ঘোষণা এসেছে। সেগুলোর নাম পাঠান, জাওয়ান, ডানকি। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। তার এই সিনেমাগুলোর ঘোষণা ভক্তদের মাঝে বেশ উচ্ছ্বাস তৈরি করেছে।
#আরও পড়ুন: তৃতীয় বারের মতো মা হতে চলেছেন কারিনা!