শাড়িতে ঝড় তুললেন ‘রাজমাতা’ রামায়া কৃষ্ণাণ!

এবার শাড়িতে ঝড় তুললেন ‘রাজমাতা’ খ্যাত রামায়া কৃষ্ণাণ। বাহুবলী সিনেমাতে রাজমাতা ‘শিবগামী’র চরিত্রে অভিনয় করে পেয়েছিলেম বিপুল জনপ্রিয়তা। এবার এই ‘রাজমাতা’কে দেখা একদম গেল ভিন্ন একটি লুকে। দক্ষিণের খ্যাতিমান অভিনেত্রী রামায়া কৃষ্ণান এবার শাড়িতে ঝড় তুললেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে।
সম্প্রতি রামায়া তার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তরা খুব পছন্দ করেছে। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেসব ছবি। সবাই প্রশংসায় ভাসায় এই অভিনেত্রীকে। শাড়িতে অসাধারণ লাগছে এই অভিনেত্রীকে, এমনটাই তার ভক্তদের মন্তব্য। এই ৫২ বছর বয়সে এসেও গোলাপি রঙের শাড়িতে সবার হৃদয় কেড়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন# আলিয়ার খোঁজ না পেলে বাথরুমেও যান না রণবীর!
বাহুবলির ‘রাজমাতা’ খ্যাত রামায়া কৃষ্ণাণ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। দক্ষিণেত পাশাপাশি বলিউডেও তিনি বেশ কয়েকটি কাজ করেছেন। আগে থেকেই জনপ্রিয়তা থাকলেও ‘বাহুবলি’ সিনেমা তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া সিনেমা ‘বাহুবলি’তে রাজমাতা শিবগামীর চরিত্রে দেখা গিয়েছিল তাকে, সেই থেকে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই গুণী অভিনেত্রী।
বর্তমানে সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের একটি রিয়্যালিটি শোয়ের বিচারক হিসাবেও দেখা যাবে রামায়া কৃষ্ণানকে। জানা যায়, এটি একটি ডান্স রিয়্যালিটি শো। ‘ডান্স আইকন’ এর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। গত ১১ সেপ্টেম্বর শো’টির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। তেলুগু ওটিটি প্ল্যাটফর্ম ‘আহা’তে এই শো প্রচার করা হচ্ছে।