আগামী ৩রা জুলাই (রবিবার) থেকে শুরু হবে স্কুলসমূহের ঈদ উল আজহার ছুটি। পরদিন ৪ঠা জুলাই (সোমবার) থেকে ছুটি পাবেন কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে মাদ্রাসাগুলোতে ছুটি শুরু ২রা জুলাই থেকে।
আরও পড়ুন# প্রতিবেশিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
গত মঙ্গলবার (২৮ জুন) থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। ক্লাস শুরু হবে ১৭ই জুলাই (রবিবার) থেকে।
আগামী ১০ ই জুলাই সারাদেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব ইদ-উল-আজহা। আগামী ৩ রা জুলাই থেকে শুরু হয়ে এ ছুটি চলবে আগামী ১৯শে জুলাই পর্যন্ত।
আরও পড়ুন# বুয়েটে চান্স পেল নিহত আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফাইয়াজ!
স্কুলগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে পনেরো দিন বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ৪ জুলাই (সোমবার) থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই (শনিবার) থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে। মাদ্রাসাগুলোও বন্ধ থাকবে ১৪ই জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত।
আরও পড়ুন# প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের অনুদান পেল বাংলাদেশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে আগে থেকে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে।