জাতীয়সন্দেশ

‘শিক্ষা সফরে’ জাপান যাবেন ওয়াসার এমডি!

ছয় দিনের শিক্ষা সফরে জাপান যাচ্ছেন ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। আগামী মাসের প্রথম সপ্তাহে, ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত তার এ সফরে যাওয়ার কথা রয়েছে।

এ শিক্ষা সফরে আরও যাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোহাম্মদ জাহিদ হোসাইন চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম।

আরও পড়ুন# ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা আহত, নেওয়া হলো ঢাকা মেডিকেলে!

এ সংক্রান্ত একটি সরকারি আদেশে বলা হয়, সফরকারী ব্যক্তিদের যাবতীয় খরচ বহন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তবে কোন ধরনের শিক্ষা তারা অর্জন করবেন, এ প্রসঙ্গে কিছুই বলা হয়নি।

উল্লেখ্য, এর আগে এ বছর ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান আরব আমিরাত, সিঙ্গাপুর, স্পেন ও নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। আগামী মাসেই (অক্টোবর) তার ডেনমার্কের কোপেনহেগেন সফরে যাওয়ার কথাও রয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।