জাতীয়সন্দেশ

শিশুদের জন্য ১৫ লাখ ফাইজার টিকা পৌঁছেছে বাংলাদেশে, প্রয়োগ আগস্টে!

দেশের টিকাদান কর্মসূচি লক্ষমাত্রা ছাড়িয়েছে। এবার শিশুদের টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার দেয়া হবে যাদের বয়স ৫ থেকে ১১ বছর বয়সের মধ্যে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১৫ লাখের বেশি ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য অনুসারে, ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে।

সরকারের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. সামসুল হক বলেন, “চলতি মাসে টিকাদানের কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। এ জন্য আগস্টে টিকাদান শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পরে দিনক্ষণ ঠিক করা হবে।” তিনি আরো বলেন যে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা প্রয়োগে কয়েক দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে শিক্ষামন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। খুব শিগগিরই স্থান ও সময় জানানো হবে ।

সরকারের জাতীয় ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা জানান যে, তাঁরা এর পূর্বে মাধ্যমিকের শিক্ষার্থীদের টিকা দিয়েছেন। এবার ৫ থেকে ১১ বছরের শিশু তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ক্ষেত্রেও ফাইজারের টিকা ব্যবহার করা হবে। জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে সকলকে টিকা নিতে হবে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মতোই পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা প্রদান করতে হবে। প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে বলেও কর্তৃপক্ষ জানান।

আরও পড়ুন: দেশের শতকরা ৮২ শতাংশ রেলক্রসিং অরক্ষিত!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।