শীতলা বাড়ির জাহাজ মণ্ডপে পূজা দেখতে গেলেন অভিনেত্রী নিপুণ!

দুর্গাপূজার মহা সপ্তমীতে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার শীতলা বাড়ির জাহাজ মণ্ডপ দেখতে গেলেন অভিনেত্রী নিপুণ। এই সময় শীতলা বাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই অভিনেত্রীকে অভ্যর্থনা জানান সাধারণ সম্পাদক নির্মাতা বাপ্পি সাহা।
রোববার (২ অক্টোবর) রাতে শীতলা বাড়ি মণ্ডপে যান নিপুণ। এই বছর দেবী দুর্গা গজে আগমন করেছেন আর নৌকায় তিনি গমন করবেন। দেবীর গমনের বাহন হিসেবেই মূলত জাহাজের মতো করে এই মণ্ডপটি তৈরি করেছেন শীতলা বাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
আরও পড়ুন# ছেলে ঘুমানোর পরও কেন ঘুমাতে পারেন না পরীমণি?
সেদিন বৃষ্টি পড়া সত্ত্বেও অভিনেত্রী নিপুণ জাহাজের আদলে তৈরি এই সুন্দর মণ্ডপ দেখতে গিয়েছিলেন। সেখানে দুর্গাপূজা দেখে আয়োজকদের অত্যন্ত প্রশংসা করেন তিনি। পাশাপাশি সেখানে উপস্থিত ভক্তদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ও করেন।
এই বছর নরসিংদী জেলায় মোট ৩৫৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা শহরের বেশ কয়েকটি পূজার আয়োজক বৈচিত্র্যময় আবহে তৈরী নন্দিত কিছু মণ্ডপ তৈরি করেছেন। ফলে এসব পূজা মণ্ডপগুলো দেখতে নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও দর্শনার্থীরা চলে এসেছেন!