শুভ জন্মদিন এটিএম শামসুজ্জামান

খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ। তার জন্ম হয় ১৯৪১ সালের আজকের এই দিনে অর্থ্যাৎ ১০ সেপ্টেম্বর। তিনি নোয়াখালীর দৌলতপুরে তার নানাবাড়িতে জন্মগ্রহন করেন। এটিএম শামসুজ্জামান বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একজন দুর্দান্ত অভিনেতা। তিনি শুধু একজন অভিনেতাই নন, একইসাথে তিনু পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। দেশবরেণ্য এই অভিনেতা দেশের নাটক ও সিনেমা জগতের এক অবিচ্ছেদ্য অংশ।
আরও পড়ুন# খোলামেলা পোশাক পরে ভাইরাল ঋতাভরী!
বরেণ্য এই অভিনেতা তার অভিনয় জীবন বড়পর্দায় আসার আগেই শুরু করেন মঞ্চে অভিনয়ের দ্বারা। তারপর তিনি মঞ্চ থেকে টেলিভিশনের পর্দায় আসেন। তিনি চলচ্চিত্রের জগতে আসেন একজন কৌতুক অভিনেতা হিসেবে। ‘জলছবি’, ‘যাদুর বাঁশি’, ‘রামের সুমতি’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’ ইত্যাদি চলচ্চিত্রে তাকে কৌতুকঅভিনেতা চরিত্রে দেখা যায়। এ ছাড়া চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। পরিচালক উদয়ন চৌধুরী, খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তের সঙ্গে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এছাড়াও অনেক সিনেমায় তাকে খলনায়কের চরিত্রে অভিনয় করতেও দেখা গিয়েছে। ‘নয়নমণি’, ‘লাঠিয়াল’, ‘অশিক্ষিত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘স্বপ্নের নায়ক’- সিনেমাগুলোতে তাকে খলনায়কের চরিত্রে অভিনেতা হিসেবে দেখা গিয়েছে।
অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও রেখেছেন মেধার ছাপ। কাহিনীকার ও অভিনেতা হিসেবে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। এছাড়াও একুশে পদকসহ পেয়েছেন একাধিক পুরষ্কার। খ্যাতিমান এই অভিনেতা ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। আজকে এই গুণী শিল্পীর জন্মদিন। শুভ জন্মদিন এটিএম শামসুজ্জামান।