
সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়নদের দেখতে রাস্তার দুই পাশে মানুষের উপচে পড়া ভীড়। শোভাযাত্রার সেই দৃশ্যের লাইভই মন কেড়েছে এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সুলতানার। তাতেই চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শারমিন সালাম, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর সহধর্মিণী। গণমাধ্যমকে এ উপহার দেয়ার খবর জানিয়েছেন তিনি নিজেই। এর আগেও চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে তমা গ্রুপ।
তমা গ্রুপের চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান মানিক এ ঘোষণা দিয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। তমা গ্রুপ ফুটবল উন্নয়নে থাকে। এরই অংশ হিসেবে নারীদের ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’
আরও পড়ুন: ছাদখোলা বাসে চলছে শিরোপাজয়ীদের শোভাযাত্রা!
এছাড়াও সাবিনাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাবিনাদের প্রশংসা করে তিনি বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারীদের এমন অর্জনকে স্বীকৃতি দিয়ে পুরস্কার ঘোষণা করা হলেও বাফুফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করেননি সংস্থাটির সভাপতি কাজী সালাহউদ্দিন। তবে সামর্থ্য থাকলে তিনি প্রত্যেক ফুটবলারকে ২ কোটি টাকা করে দিতেন বলে জানিয়েছেন।