
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের গত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে লড়াইয়ে নেমেছিলো তারা। এই ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ বিকেল সাড়ে তিনটায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হওয়া এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলতে নেমেও দারুণ ফুটবল যাদু দেখিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়রা।
দোর্দণ্ড প্রতাপে টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ দল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পল স্মলির শিষ্যরা।
আরও পড়ুন: স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের বিশাল জয়!
আজ বুধবার শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেই জয় লাভ করেছে লাল সবুজের দল। দলের জয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে মিরাজুল ইসলাম হ্যাটট্রিক করেছেন। প্রথমার্ধে গোলের দেখা না পেয়েও, দ্বিতীয়ার্ধেই তিন গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৭৪-৭৭ মিনিটের মধ্যেই দুইটি গোল করেন তিনি। দু’টি গোলেই বাম প্রান্ত থেকে বক্সে প্রবেশ করে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। পরবর্তীতে রেফারি সাত মিনিট অতিরিক্ত সময় দেন, সেই সময়ে আরো এক গোল করেন তিনি।
দলের হয়ে প্রথমার্ধে বাকি দুইটি গোল করেন নাজমুল হুদা ফয়সাল ও গত ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী। তাদের গোলের কল্যাণে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
আগামী ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারের লড়াইয়ে খেলবে বাংলাদেশ।