খেলাধুলাফুটবল

সতীর্থ রামোসকে কড়া ভাষায় শাসন মেসির!

অনুলিপি ডেস্ক: রিয়াল মাদ্রিদের সের্গিও রামোস এবং বার্সেলোনার লিওনেল মেসির মধ্যে লড়াই ছিল স্বাভাবিক ঘটনা। এল ক্লাসিকো ম্যানেই মেসি-রামোসের যুদ্ধ দেখা যেত। কিন্তু এখন তারা খেলেন একই ক্লাবে। শত্রু থেকে সতীর্থ তারা।

সতীর্থ হলেই কি পুরনো অভ্যাস ত্যাগ করা যায়? মেসিকে দেখলেই বোধহয় রামোসের ট্যাকল করার পুরনো স্বাদ জাগে। পিএসজির অনুশীলনে (সোমবার) মেসির বিপক্ষে খেলছিলেন রামোস। পিএসজি’র আর্জেন্টাইন তারকা যখন বল নিয়ে যাচ্ছিলেন রামোস টুক করে তাকে ট্যাকল করে বসেন।

ভিডিয়োতে দেখা গেছে, গোল দেওয়ার পর মেসি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে রামোসের দিকে তাকিয়ে আছেন। তার চোখ বলছে, অনুশীলনে এটা কী? পরে লিও’র দিকে এগিয়ে আসেন রামোস। মাথায় আলতো করে হাত দিয়ে যেন বলেন, ‘এটা অনিচ্ছাকৃত।’

আরও পড়ুন: এল ক্লাসিকো’র মহারণে শেষ হাসি বার্সেলোনার!

কিন্তু তাতেও সন্তুষ্ট নন মেসি। রামোসের দিকে আরও দু’বার চোখ ছোট করে তাকালেন আর্জেন্টাইন সুপারস্টার। পরে রামোস তার বুটে হাত দিয়ে নিজের ব্যথা বোঝার চেষ্টা করেন। মেসি পাশে থাকলেও তার যেন কোন ভ্রুক্ষেপ নেই। পরে মেসির গায়ে হাত দিয়ে কিছু একটা বলে হেসে চলে যান স্প্যানিশ ডিফেন্ডার।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।