সন্তান আগমনের অপেক্ষায় উদগ্রীব রাজ-পরী!

ঢালিউডের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত জুটি রাজ-পরী। শীঘ্রই তাদের ঘর আলোকিত করে আসতে চলেছে নতুন অতিথি। নতুন অতিথিকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখছেন না দুজনই। মাতৃত্বকালীন সময়টা বেশ ভালোভাবেই উপভোগ করছেন পরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিতই নিজের ও অনাগত সন্তানের আপডেট দিচ্ছেন রাজ-পরী দম্পতি। সন্তানসম্ভবা অবস্থায় পরী নিজ সন্তানের নাম কী রাখবেন তাও জানিয়েছিলেন চলতি জানুয়ারিতেই। কন্যা সন্তান হলে রানী ও পুত্র সন্তান হলে রাজ্য এমনটাই ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।
আরও পড়ুন# বঙ্গমাতার চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি!
মঙ্গলবার (২ আগস্ট) পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো শেয়ার করেন, ক্যাপশনে লিখেন “তার আসার আয়োজন”। ছবি ও ভিডিয়োতে দেখা যায় বিছানাজুড়ে অনাগত সন্তানের জন্য জামা জুতো থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সাজিয়ে পাশে বসে আছেন শরীফুল রাজ। রাজের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী।