
সন্দ্বীপ লামিচানে, ছোটো দলের বড়ো তারকা। নেপাল ক্রিকেটে নিজেদেরকে এখনো পর্যন্ত তেমনভাবে তুলে ধরতে না পারলেও নিজেকে বেশ ভালোভাবেই বিশ্ব ক্রিকেটের দরবারে পরিচিত করিয়েছেন নেপালের অধিনায়ক ও লেগ স্পিনার এই ক্রিকেটার।
২০১৮ সালে জাতীয় দলে খেলা শুরু করেন লামিচানে। একই বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও নাম লেখান তিনি। এখনো পর্যন্ত নেপালের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেছেন সন্দ্বীপ লামিচানে।
গত দুইদিন আগে সংবাদ সংস্থা এএনআই বরাতে জানা যায়, এই তারকা লেগ স্পিনারের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরী ধ’র্ষ’ণের অভিযোগ এনেছেন। নিজেকে এই তারকার ফ্যান দাবি করা ওই কিশোরী গুয়াশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে এই অভিযোগ করেন।
আরও পড়ুন: ধ’র্ষ’ণের অভিযোগ জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে!
গত বুধবার (৭ সেপ্টেম্বর) পুলিশের দেওয়া বিবৃতিতে জানা যায়, গত ২১ আগস্ট এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই কিশোরী। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কাঠমান্ডু ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান ভারত বাহাদুর বোহোরা।
সেই অভিযোগের প্রেক্ষিতেই নিজেদের সবচেয়ে বড়ো তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেপাল ক্রিকেট এসোসিয়েশন।
স্পিনার হিসেবে বেশ দাপটের সঙ্গেই খেলছেন লামিচানে। আইপিএল ছাড়াও বিপিএল, বিগব্যাশ, সিপিএল, পিএসএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে লামিচানের। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে।