
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের এই অর্জনে খুশির জোয়ারে ভেসেছে গোটা দেশ।
এরপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মেয়েদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেয়। এর মধ্যে সবার প্রথমে শিরোপাজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দিয়েছে আম্বার গ্রুপ।
আরও পড়ুন: ঘানাকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের বড়ো জয়!
মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও কৃঞ্চা রানী সরকারের হাতে রাজধানীর গুলশানে নিজেদের কার্যালয়ে এ অর্থ পুরস্কার তুলে দেন আম্বার গ্রুপের ডিএমডি আবু হাসান মাহমুদ ও পারিচালক এ বি এম সাইফুল হক ছোটন।
অর্থ পুরস্কার পাওয়ার পর আম্বার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবিনা। বাংলাদেশ নারী ফুটবল দলের কল্যাণে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় শিল্প প্রতিষ্ঠানটি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর, মেয়েদের দেশে ফেরার দিনে ৫০ লক্ষ টাকা করে পুরস্কারের ঘোষণা দেয় বিসিবি এবং বেসরকারি প্রতিষ্ঠান তমা গ্রুপ ও এনভয় গ্রুপ। তবে এদের মধ্যে আম্বার গ্রুপই প্রথমে অর্থ হস্তান্তর করল।