জাতীয়সন্দেশ

বাসা ভাড়া পরিশোধ না করায় দরজায় তালা, রাতভর বৃষ্টিতে ভিজল পুরো পরিবার!

বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় একটি পরিবারকে বাড়ির বাইরে বের করে দিয়ে দরজায় তালা দেওয়ার অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে। এমন অমানবিক কাজটি করেছেন আশুলিয়া এলাকার এক বাড়িওয়ালা।

ভুক্তোভোগী পরিবারটির কর্তা মো. রানা জানান, ‘আমি আগে কন্ট্রাক্টে কাজ করতাম। সেই কাজের টাকা না দিয়ে কন্ট্রাক্টর কাজে গেছেন। অভাবের সংসার চালাতে গিয়ে আমাদের আড়াই মাসের ভাড়া ১৫ হাজার টাকা বকেয়া হয়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে দেখি আমার ঘরে তালা দিয়েছে বাড়িওয়ালি। টাকা না দিতে পারায় আমাদের ঘরে ঢুকতে দেয়নি। আমাদের ঘরে প্রায় লাখ টাকার কাছাকাছি মূল্যের বিভিন্ন আসবাবপত্র আছে। বাড়িওয়ালি সেই মালামাল বিক্রি করার হুমকি দিয়েছেন।’

তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যে রাত আড়াইটা পর্যন্ত স্ত্রী সন্তানসহ বাইরে দাঁড়াইয়া ছিলাম আমরা। একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করে বাড়িওয়ালীকে দিতে চেয়েছিলাম কিন্তু তিনি তা নেননি। পরে রাতে আরেকটি বাসায় থাকার ব্যবস্থা হয়। তাও আমি এক বাসায় আর আমার স্ত্রী আরেক বাসায়। সকালে শেষমেশ না খেয়েই আমরা ডিউটিতে গিয়েছি।

মো. রানার অন্তঃসত্ত্বা স্ত্রী জানান, আমি পাঁচ মাসের গর্ভবতী। কাল রাত থেকে স্বামী সন্তানসহ বাইরে ছিলাম। সারারত বৃষ্টি হয়েছে। আমরা সবাই ভিজেছি। তবুও বাড়িওয়ালির মন গলেনি।

আরও পড়ুন# ৯৮ কোটি টাকা ব্যয়ে সারাদেশে মাশরুম চাষের উদ্যোগ!

মো. রানা বলেন, ‘৯৯৯ এ কয়েকবার ফোন দিয়েছিলাম। একেকবার একেকজন কথা বলল কিন্তু কেউ তো কিছু করল না। আজ রাতে এসেও দেখি ঘরে আগের মতোই তালা দেওয়া।’

এই ঘটনায় বাড়ির মালিক কুলসুম বেগম মুঠেফোনে বলেন, ‘সাংবাদিক ভয় কম পাই। থানায় আমার ওসি, দারোগা আছে। তারা ৩ মাসের ঘর ভাড়া দেয় না। তাগো কইছি ফ্লাট বাসা ছেড়ে টিনসেটে গিয়ে থাকেন। আমি তো কারও টাকা দিয়া বাড়ি করি নাই। টাকা দিবো ঘরের থাকব। না হইলে টাকা দিয়া মালামাল নিয়া যাইব। ‘

৯৯৯ এ ফোন দিয়েও কোনো আইনি সহায়তা না পাওয়ার ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ‘আমি শুনে দেখছি, এখন কি অবস্থা। বাসায় ভাড়া থাকতে চাইলে টাকা তো দিতেই হবে। ‘আশুলিয়া থানার এসআই মিলন ফকির বলেন, ‘৯৯৯ এ আমার যাওয়ার কথা থাকলেও আমি যেতে পারিনি। অন্য একটি কেস নিয়ে ব্যস্ত ছিলাম। আমার পরিবর্তে আর কেউ গেছে কিনা আমি জানি না। আমি বাড়িওয়ালা মহিলার সাথে কথা বলেছি, সে নোয়াখালী্র ভাষায় কথা বলে। তার আচরণ খুবি খারাপ। আমি ভুক্তভোগীদের থানায় জিডি করার পরামর্শ দিয়েছি, তাহলে বিট অফিসার বিষয়টি দেখবেন।’ লিখিত অভিযোগ না পেলে আমরা কোনো প্রকার সহায়তা দিতে পারব না।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।