সরল পথে চলার ব্যাপারে কী বললেন সাদিয়া জাহান প্রভা?

ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। লাস্যময়ী এই অভিনেত্রী ক্যারিয়ারের শুরু থেকেই মিষ্টি হাসি ও চেহারা দিয়ে সবার নজর কেড়েছেন। ঝড় তুলেছেন হাজারো যুবকের হৃদয়ে। তার ক্যারিয়ারের পথচলা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে। দীর্ঘদিনের ক্যারিয়ারে নানারকম বাধাবিপত্তি কাটিয়ে এখনও নিজেকে ছোটোপর্দায় দাপটের সাথে টিকিয়ে রেখেছেন। মাঝখানে যদিও ব্যক্তিগত কারণে বেশ কিছুদিন লাইট ক্যামেরা থেকে আড়ালে ছিলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন# আবেগে পাপমুক্ত ছবি বলে ফেলছি : রাসেল মিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব প্রভা। প্রায়ই সময় পেলেই ভক্ত অনুরাগীদের জন্য ছবি আপলোড করেন তিনি। মিষ্টি চেহারা দিয়ে হৃদয়হরণ করেন সবার। তবে আগে নেটিজেনদের তার ছবিতে কোনো মন্তব্য করার সুযোগ না দিলেও এখন তিনি সেই অপশন চালু করেছেন। ফলে এখন তার ভক্ত অনুরাগীরা তাদের ভালোবাসা সরাসরি জানাতে পারছেন
গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে দুইটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে দেখা যাচ্ছে নীল জামা পরে সোফায় বসে আছেন প্রভা, হাসিমুখে তাকিয়েছেন ক্যামেরায়। প্রভার মিষ্টি হাসিতে মাতোয়ারা নেটিজেনরা।
ছবির ক্যাপশন হিসেবে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়ে সমালোচনা করবে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন।’