খেলাধুলাফুটবল

কয়েক ঘণ্টা পরেই মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা!

ফুটবলে আন্তর্জাতিক বিরতির এই সময়ে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় নেইমার, মার্কুইনহোসদের পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে প্রীতি ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অন্য ম্যাচে ভোর ৬ টায় নিউ জার্সির মিয়ামি স্টেডিয়ামে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এর আগে দুই দলই আন্তর্জাতিক বিরতির নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে। হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি জোড়া গোল করেন। একটি গোল করেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। হন্ডুরাসের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা।

আরও পড়ুন:  ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে : কাকা

আন্তর্জাতিক বিরতিতে এটি শেষ ম্যাচ হলেও বিশ্বকাপের আগেই আগামী নভেম্বরের মাঝামাঝিতে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাতেয়া শুরু হবে তাদের।

অন্য ম্যাচে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে ২ টি গোল করেন টটেনহাম হটস্পায়ার্সের ব্রাজিলিয়ান খেলোয়াড় রিচার্লিসন। অন্য গোলটি আসে পিএসজিতে নেইমারের সতীর্থ হিসেবে খেলা মার্কুইনহোসের কাছ থেকে।

অন্যদিকে, বিশ্বকাপের আগে তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচটিই ব্রাজিলের জন্য শেষ প্রস্তুতির সুযোগ। এর আগে চলমান ফিফা উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে ফ্রান্সের লে হার্ভে স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হয় সেলেসাওরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।